ধারালো চাকুর ভয় দেখিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)।
শুক্রবার বিকেলে র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, গোপন তথ্যে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
বাংলাদেশ জার্নাল/সুজন/আরআই