সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১২:২৩

সৌদি আরবে হজ করতে গিয়ে গাজীপুরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার মদীনায় মারা যান তিনি। মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে এই জানানো হয়।
|আরো খবর
৫৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম আর এম এ আউয়াল। এ পর্যন্ত হজে গিয়ে ২৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে ১৯ জন পুরুষ ও সাতজন নারী।
এদিকে গত ১৪ জুলাই থেকে হজের ফিরতি ফ্লাইট শুরুর পর শুক্রবার রাত পর্যন্ত ৫৫ হাজার ৬৫৪ হাজি দেশে ফিরেছেন।
ফেরার ফ্লাইট শুরুর পর থেকে এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট পরিচালনা করেছে।
কোভিড মহামারীর দুই বছর পর এবার ৬০ হাজার ১৪৬ বাংলাদেশি হজ করতে সৌদি আরব যান। তাদের ফিরতি শেষ ফ্লাইট ৮ অগাস্ট।
বাংলাদেশ জার্নাল/এমএম