দুর্গোৎসব চলছে কানাডার বিভিন্ন প্রদেশেও
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ১১:৩৩

বাংলাদেশের মতো কানাডার বিভিন্ন প্রদেশেও চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজামণ্ডপগুলো। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বজনীন এই উৎসবে যোগ দিচ্ছেন বিদেশিরাও।
|আরো খবর
দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙ্গালিরা দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। নব প্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করছেন প্রার্থনা।
এ বছর বাংলাদেশে পূজা শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। শেষ হবে আগামী ৫ অক্টোবর। এদিকে কানাডার ক্যালগেরির ‘আমরা সবাই’ আগামী ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চেষ্টারমেয়ার রিক্রিয়েশন সেন্টারে দুর্গোৎসব উদযাপন করবে। একই সময়ে নর্থ ইস্টের জেনেসিস সেন্টারে দুর্গোৎসব করবে বঙ্গীয় পরিষদ।
টানা দুই বছর পর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এবারের শারদীয় উৎসব। আলোর উজ্জ্বলতায় সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো। কানাডার দুর্গোৎসবের এবারের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।
ক্যালগেরির বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল জানান, দেবী সব সংকট নাশ করে, ধরাতে অশান্তি দূর করে, সুখ-শান্তি বিরাজমান রাখবেন। নতুন আলোয় উদ্ভাসিত করবেন আমাদের জীবন- এমনটাই আশা রাখি।
ক্যালগেরির ‘আমরা সবাই’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে। আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে। সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সভাপতি প্রনব দাস বলেন, দুর্গতি বিনাশের জন্য তার আবির্ভাব। তাই দেবীর নামকরণ ‘দুর্গা’। আমরা বিশ্বাস করি দেবী সর্বত্র আছেন। মঙ্গলের বার্তা দিয়ে তিনি পৃথিবীকে শান্তিময় করে তুলবেন।
বাংলাদেশ জার্নাল/রাজু