ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

একপাশ কাত হয়ে ডুবে যায় ফেরিটি

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৯:২৩  
আপডেট :
 ২৭ অক্টোবর ২০২১, ১৯:৩৫

একপাশ কাত হয়ে ডুবে যায় ফেরিটি
উল্টে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধার করছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে আমানত শাহ ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ফেরিটি ডুবে যায়। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিস (ভাসমান স্টেশন) ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

স্থানীয়রা জানান, আমানত শাহ ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে শিবালয় উপজেলার ৫ নম্বর ফেরিঘাটে এসেছিল। এর মধ্যে ৩-৪টি গাড়ি আনলোড হয়। এরপরই ফেরিটি উল্টে যায়। ফেরিতে ১৭টি ট্রাক ছিল এবং বেশকিছু যাত্রী ছিল। যখন ফেরিটি কাত হয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে যান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনাটি কেন ঘটল তদন্তসাপেক্ষে তা বের হয়ে আসবে বলে তিনি জানান।

উল্টে যাওয়া ফেরি শাহ আমানত থেকে ডুবে যাওয়া ট্রাক টেনে তুলছে উদ্ধারকারী জাহাজ হামজা।

ফেরি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারকর্মীরা পন্টুন ও এর কাছেই উল্টে যাওয়া ফেরিতে থেকেই চালাচ্ছে উদ্ধার কার্যক্রম।

পানির নিচে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিছু উৎসুক জনতা উদ্ধার কাজের ছবি মোবাইল ফোনে ধারণ করছে।

ঘাটে দাঁড়িয়ে উৎসুক জনতা উদ্ধার কাজ দেখছে।

উল্টে যাওয়া ফেরি শাহ আমানতকে উদ্ধারের জন্য বাঁধা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত