বাংলাদেশ বিমানের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:১২

বিমান বাংলাদেশ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এয়ারলাইনসের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩২৩ জন।
|আরো খবর
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাদের ব্যবহারিক পরীক্ষা (ড্রাইভিং) নেয়া হবে।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ ৩২৩ জনের রোল নম্বর দেখতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশ জার্নাল/এমএস