ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মাটির টানে ২ বাংলার শিল্পীদের আর্ট এক্সিবিশন প্রদর্শনী শুরু আজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৮

মাটির টানে ২ বাংলার শিল্পীদের আর্ট এক্সিবিশন প্রদর্শনী শুরু আজ
ফাইল ছবি

মাটির টানে দুই বাংলার শিল্পীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হচ্ছে ৫৩তম ইন্দো-বাংলা আর্ট এক্সিবিশন প্রদর্শনী। বুধবার (৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

প্রদর্শনীর উদ্ভোধন করবেন বাংলাদেশ বরেণ্য শিল্পী রফিকুল নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক।

এতে সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে সাহিত্যক সুনীল গঙ্গোপাধ্যায় ও শিল্পী জামাল আহমেদের সহযোগিতায় দুই বাংলার শিল্পী ও শিল্পপ্রেমীদের নিয়ে গড়ে উঠে প্রাচী প্রতীচী।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত