ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

মনিষা বিশ্বাসের কবিতা ‘ইদানিং’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২১, ০২:২৫  
আপডেট :
 ৩১ মে ২০২১, ০২:৪৪

মনিষা বিশ্বাসের কবিতা ‘ইদানিং’
ছবি- লেখক

মনে ছিল না, এমন অদেখা হবি

দিনের মাঝে এই অবেলায়;

স্বপ্নেও ভাবেনি এমন দিন আসবে

পড়ে থাকবে সবকিছু অবহেলায়।

তামস্র আর সবিতার আলোতে

তোমারই আদল পরে খুব মনে,

বয়ে চলে অশ্রুধারা এই হৃদয়ে

খেদ আমার না বোঝা সমাপনে।

বাহির ছিল বড়ই রুক্ষ

ভেতর জুড়ে অভিজ্ঞান,

খাঁটি সোনা ছিলি'রে তুই

বিনয়াবনত তিরোধান।

ইদানিং যখন পড়ে মনে

নিস্তেজ হয়ে যাই,

মনে হয় আমার থেকে দুঃখিনী

ধরণীতে আর নাই।

  • সর্বশেষ
  • পঠিত