ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

নাজমুল আহসানের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮

নাজমুল আহসানের তিনটি কবিতা
নাজমুল আহসান

।। হন্তারক ।।

দ্রব্যমূল্যের কাছে নিয়ত বাবাকে খুন হতে দেখে

একদিন আমার ছাত্রজীবনকে খুন করে ফেললাম

আমার জন্য রূপালীর স্বপ্নকে খুন করে তার বাবা

হৃদয় ধর্মকে খুন করে রূপালী এখন লোক ধর্মের বলি

আমি নিজেই এখন বাবা

নিয়ত খুন করি স্ত্রী-সন্তানের ইচ্ছা!

অনু কবিতা

(১)

কবি বললে ফুলেরা টিপ্পনি কাটে

শাণিত হয় কবিতার শরীর

পদ্মা-মেঘনা হাসে

যমুনা একাকি কাঁদে আহারে! (২)

দেখতে দেখতে পুড়ে যাচ্ছে চোখ

আমরা ঊনুনের উপর দাঁড়িয়ে

গেয়ে যাচ্ছি লবণ সঙ্গীত

(৩)

কেউ মরলে কেউ বেঁচে ওঠে

কেউ বাঁচলে কেউ মরে

জীবনের তরে প্রেমের সংঘাত এড়াতে

তারা এমন করে!

।। আয়ু খোয়ানোর গল্প ।।

আমার কৈশোর আর বাবার মৃত্যু

একই বিছানায় ঘুমাতো

বিছানাটি একদিন বাবার মৃত্যু

মুখস্ত করলো, সেই থেকে

বিছানা মানেই মৃত্যুর উৎসব

আর আয়ু খোয়ানোর গল্প

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত