ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

মাহমুদুল হক জালীসের কবিতা ‘ভালবাসার জল’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১৫:৪৭

মাহমুদুল হক জালীসের কবিতা ‘ভালবাসার জল’
মাহমুদুল হক জালীস

কূলহীন নদে জীবন ভাসিয়ে

বেয়ে চলছি অবিরাম,

কোথাও কোনো ঠাঁই নেই।

চারিদিকে থৈ থৈ পানির

প্রাণোচ্ছল হাসি,

সুখদুখে আছড়ে পড়ছে

দূর থেকে ধেয়ে আসা প্রকাণ্ড এক ঊর্মিমালা।

জীবনাশঙ্কার খেলা দেখছো

তুমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে,

আমি হতবিহ্বল হয়ে ডুবে

যাচ্ছি অতল জলের বুকে।

বেঁচে থাকার যে আশাটুকু

জেগেছিল পয়লা সাক্ষাৎ লাভে,

অকস্মাৎ একখণ্ড কালো মেঘ এসে ক্ষতবিক্ষত করে দিয়েছে

ঝলমলে সেই গগন।

তুমি কী পার না কথার

ঈষৎ মায়া দিয়ে, হাতের কোমল স্পর্শ দিয়ে, চোখের নির্মল চাহনি দিয়ে

জীবনটাকে সজীব করে দিতে!

একটা নিরীহ মানবকে ভালবাসার জল দিয়ে ভরপুর করে দিতে। নিজের সবকিছু ভাগাভাগি করে

অনন্তকাল সঙ্গী করে নিতে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত