ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ব্রহ্মজিৎ সরকারের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ২২:২১  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২১, ২২:২৩

ব্রহ্মজিৎ সরকারের তিনটি কবিতা
ব্রহ্মজিৎ সরকার

।। সেই সব দিন।।

সেই সব দিন, যার গায়ে ধুলো জমে আছে

ভাবি তার কাছে যাই

ঘর থেকে বেরিয়ে একটা উজ্জ্বল রাস্তা ধরে

ফুরফুরে হাওয়ায় উড়তে উড়তে

সেই সব গাছের ডালে বসি

পরনের জামা খুলে মুছে দেই মলিন শরীর

তুলে দেই এক ঘটি জল

ভাবি তার কাছে যাই

ভাবি কার কাছে যাই

সেই সব দিন, যার গায়ে ধুলো জমে ছিল

।। আছো, নেই ।।

এমন করে বেঁধে রেখেছ যেন ঘুঘুর পায়ে সুতো

আকাশ তাকে মুক্তি দেবে না যদিও

দুটো হাত তাকে আকাশ দেবে ঠিকই

কেমন করে জড়িয়ে ধরেছ যেন স্বর্ণলতার শরীর

গাছ তাকে মানতে পারছে না কিছুতে

ডালে ডালে তোমার রঙিন খেলা

কাছে আছো এমন যেন হাতে ছোঁয়া যাবে

হাত বাড়ালে হাতের মুঠোয় হাওয়া হাওয়া হাওয়া

দূরে আছো এমন যেন মেঘের কোলে পাখি

শত ইচ্ছে হলেও যায় না তাকে পাওয়া

।। একান্ত ।।

দিন যত যায়

দূর দেশে ফিরে যায় অচেনা ফকির...

পাশে এসে বসে

ছিঁড়ে যাওয়া মানুষের আলখাল্লা ঝুলি

কি এক অমোঘ টানে ছিঁড়ে যায় সুতো

লতানো ভুলের কাছে নিজেই জড়ায়

নাকি,

খালটুকু পেরোলেই পাওয়া যাবে বোধি

মাটি মাখা ধ্যান মগ্ন সাধুর ঠিকানা...

যেটুকু বিকেল পেলে

জেগে ওঠে অনন্ত সবুজ

পাখি রাও ঘরে ফেরে ছবির তুলিতে

সেটুকু মনের কোণে গেঁথে নিয়ে ভাবি

সবটুকু বাধা ভেঙে পথ ভুলে যাবো...

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত