ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সৈয়দ আহসান কবীরের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ২২:৩১

সৈয়দ আহসান কবীরের তিনটি কবিতা
সৈয়দ আহসান কবীর

।। মুগ্ধতার চোরাবালি ।।

তিনি প্রথমে মুগ্ধ হলেন, তারপর ফের মুগ্ধ

মুগ্ধ হতে হতে মুখ ধুতেই ভুলে গেলেন দিনের পর দিন

ত্বক আড়ষ্ঠ হলো, ভাঁজে ভাঁজে জমলো বয়সের ধুলো।

বুকের জমিনে গড়ে ওঠা বায়বীয় স্বপ্ন

গাছের ওপর চড়ে থাকা নীলাভ আকাশ

ঝিরঝির বৃষ্টি শেষে রোদে জেগে ওঠা রঙ-চচ্চড়ি

সব কিছুর মুগ্ধতা তাকে গিলে নিয়ে গ্যালো-

অন্য কোনো রাজ্যে, অন্য কোনো ভুবনে।

সেখানে ধীরে ধীরে মুগ্ধতার বরফ গলে গলে

কখন যে ছোটো থেকে আরও ছোটো হলো

বুঝলেন না তিনি, বুঝলো না কেউ;

অতপর একদিন মুগ্ধতার বাগানে

তিনি হয়ে উঠলেন কাকতাড়ুয়া।

অথচ কয়েক যুগ আগেও শাহজাদা ছিলেন রাজ্যখ্যাত

কোনো এক জ্যোতিষী ভাগ্যরেখা গুণে বলেছিলেন

তার বাদশাহী কপালের কথা, সোনারং রথের গল্প

বলেছিলেন- নাম হবে, যশ হবে, বিশ্ব ছুঁয়ে থাকবেন বিশ্বের মুখে

শর্ত ছিলো- মুগ্ধতা থেকে দূরে বহুদূরে থাকতে হবে।

অথচ তিনি মুগ্ধ হলেন, তারপর ফের মুগ্ধ

মুগ্ধ হতে হতে মুখ ধুতেই ভুলে গেলেন দিনের পর দিন...

।। আমি কবি, মরতে আসিনি ।।

মেরিডিথের কথা খুব করে মনে পড়ে-

‘সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও।’

অথচ আমি কবি, মরতে আসিনি।

এসেছি- বর্ণে, অক্ষরে, শব্দে শব্দে কথা বাঁধতে,

কবিতার শরীরে পর্বে পর্বে হেঁটে হেঁটে

ভালোবাসাবাসি-প্রেম বোঝাতে, বুঝতে।

এসেছি স্নেহ বোঝাতে; দ্রোহ-ক্ষোভ-সমাজ তুলে ধরতে

কালোর মাঝে আলো আর আলোর মাঝে কালোর ইঙ্গিত দিতে।

আমি তো ভেসে যেতে আসিনি,

হাসাহাসি আর আনন্দের বাণ তোমার বুকে বিঁধে দিতে, আমার বুকে বিঁধে নিতে এসেছি;

এসেছি সাহস নিয়ে বেঁচে থাকতে- ইহলোকে সব সময়, সর্বক্ষণ।

অথচ আজ খুব করে মেরিডিথের কথা মনে পড়ছে

কে য্যানো বার বার কর্ণকুহরে ফিসফিস করে বলছে-

মরে যাও, মরে যাও, মরে যাও...

আমি তো কবি- সত্তায়, মননে, মগজে

আমার আপদমস্তক কবিতার কথা বলে।

আমি মরে যেতে আসিনি।

।। অনিচ্ছার ইচ্ছা ।।

ভেবেছিলাম মানুষ হবো

তোমরা হতে দিচ্ছো কোই

চাবুক মেরে ঘায়েল করে

কাড়ছো কলম, নিচ্ছো বই!

তাই তো আমি ডানায় চড়ে

হাওয়ায় ওড়া পাখি হই

ইচ্ছে-স্বাধীন তাকধিনাধিন

নিজের মতো পাতাই সই।

ফুলপরি হই ফুলের বনে

রঙধনু হই আকাশের

রঙিন পোশাক ফের খুলে দি'

ঝড়ের দিনে; বাতাশের।

ভেসে ভেসে নদীর দেশে

সাম্পানেদের পালের কেশে

দেই দুলুনী, আগায়নি;

স্রোতের রাজা ছলাৎসুরে

এদেশ সেদেশ ঘুরে ঘুরে

বলে- আমায় ভাসাইনি!

রাগ হয়ে তাই ইই না মানুষ

মানুষ হয়ে লাভটা কী

নানান রঙের ফানুস হয়ে

হাওয়ার মাঝে ঝাপটা দি'।

ভেবেছিলাম মানুষ হবো

তোমরা হতে দিচ্ছো কই

মিথ্যে কথার জাল-বুননে

কাড়ছো সবই, ভাঙছো ছোঁই!

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত