ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পুর্ণিয়া সামিয়ার তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৭

পুর্ণিয়া সামিয়ার তিনটি কবিতা
কবি পুর্ণিয়া সামিয়া

।। রামের বিসর্জন।।

রাম, লেলিহান লালসায় আজন্মকাল জ্বলে

প্রজ্জ্বলিত সীতারে বরফের কবরে শুইয়ে

এ কেমন অর্চনা!

ধরনীর বুকে কেবল ফানুষ উড়ে

তবে আর কি?

সুখের নাম জীবন ও যৌবন

সীতা, সে তো নিয়তির নাম

হিম উত্তাপের অর্ঘ্যে রক্তিম এক সীতাকুন্ড।

।। কি হাওয়ায় মাতালো ।।

তোরে প্রেমিক বানাই চল

গভীর চোখে বল

ভালো করে অথই জলে

নোঙর খানি তোল

তোরে ভালোবাসি আয়

তোর গহীনে ছাতিম তলের ছায়

আলপনা তে যাই রাঙিয়ে

আঁচল ছেড়ে গায়

তুই আকাশ হয়ে যা

আমি পাখি হবো

মেঘ সরিয়ে উড়ে গিয়ে

খুব শান্ত হয়ে রবো...

।। দুঃখ আঁকা রং ।।

এ চোখের শাসনটুকু নাও

মায়া কিংবা জল

বদ্ধ থাকুক দারুচিনি কৌটায়

এ ঠোঁটের হাসিখানিই তোমার

দুঃখ আঁকা আদর

থাক লুকানো পুঁই ফলের রঙে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত