ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কামাল হোসেন টিপুর কবিতা ‘বাউণ্ডুলে’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১৬:৩৫

কামাল হোসেন টিপুর কবিতা ‘বাউণ্ডুলে’
কামাল হোসেন টিপু

সব হিসাব ছুড়ে ফেলে একদিন

চলে যাব দূর দিগন্তের কাছে

মুছে যাব সব বন্ধন

স্মৃতি ব্যথা সুখ ক্রন্দন

সব হিসাব ছুড়ে দেব জলে

যা হয় হোক

আর ফিরব না ঘরে।

নিজ চিত্তে হব ফেরারি

নিজের বশে হব বিবশ

একদিন পাখিদের বলে যাব

ভুলে যাওয়া হৃদয়কথন

কৈশোরের রম্যব্যাকরণ।

একদিন সব কিছু ছুড়ে ফেলে

চলে যাব দূ-র দিগন্তের কাছে।

অচিন কোন গাঁয়ের রাখাল হব

শেষ বিকেলের আলো গায়ে মেখে

বাজাব ভেঁপু মন যত চায়,

শিশির ঝরা কোনো রাত্রির আমন্ত্রণে

জোনাকির সাথে খেলব খেলা,

ভোরের আলোয় কুড়িয়ে নেয়া শিউলি

একদিন ভাসাব নদীর জলে।

একদিন গাঁয়ের ছেলেদের দস্যিপনায়

খুঁজে নেব শৈশবের গোল্লাছুট

মিদেল মাটিতে মাখব সারাটা মুখ,

একদিন ঊষার আলো অধরে মেখে

নেব চির নির্মলতার স্বাদ

আর, ডুবসাঁতারে হব পার

অপরিচিত নদীর এপার-ওপার।

একদিন চলে যাব ঝরাপাতার বনে

তাদের বিচ্ছেদ-বেদনায় নেব ভাগ

অচেনা ফুলের গন্ধ গায়ে মেখে

ঘন ঘাসের বুকে শুয়ে রবো,

একদিন সরিষাফুলে মেলাব বুক।

মেঘের সাথে ভেসে ভেসে

পাহাড়চূড়া ছুঁয়ে যাব একদিন

সব কিছু ছুড়ে ফেলে কোনো একদিন

চলে যাব দূ-র দিগন্তের কাছে

সব হিসাব ছুড়ে দেব জলে

যা হয় হোক

আর ফিরে যাব না ঘরে,

ঘরের মানুষ, পাড়ার মানুষ

জেনে যাবে সবে, আমি বাউণ্ডুলে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত