ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কামাল হোসেন টিপুর কবিতা ‘বিমুখ বর্ষা’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ১৭:২৪

কামাল হোসেন টিপুর কবিতা ‘বিমুখ বর্ষা’

এমনি এক ভীষণ রকম সন্ধ্যায়

প্রবল ধারায় বৃষ্টি নেমেছিল,

তুমি তখন জানালায় বর্ষায় মুগ্ধ

হঠাৎ বিজলিতে ধ্যান ভাঙতেই

পিছন ফিরে দেখলে আমায়।

বিচলিত তোমার মুখাবয়বে

আমি যখন উৎকণ্ঠিত, তখন

তুমি মুখোমুখি দাঁড়ালে আমার;

বললে,

বলতো জীবনের অমরত্ব কোথায়?

তোমার প্রশ্নের উত্তর, অজানা

আমি তাই নির্বাক দাঁড়িয়ে।

তুমি আবার বললে,

বলতো জীবনের পরিতৃপ্তি কিসে?

অনেক জানা কথার মাঝে থেকেও

আমি মিলাতে পারিনি উত্তর।

হঠাৎ বিকট শব্দে আকাশ গর্জে উঠলো

তুমি জড়িয়ে ধরলে আমায়

বললে,

বলতো প্রিয়, এর মানে কি?

তোমার প্রশ্নে আমি হতবাক

নির্বাক শুধু চেয়ে থাকলাম।

আজ, তেমনি রকম এক সন্ধ্যায়

সেই পরিচিত ধারায় বৃষ্টি নেমেছে

পুরনো দিনের ভাঁজ পড়া সব প্রশ্নরা

আজ মনের কোনে স্ব-উত্তরে প্রজ্জ্বলিত

অথচ তুমি আজ নেই পাশে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত