ঈর্ষা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১৯:০২ | অনলাইন সংস্করণ

  মো. মনিরুজ্জামান মনির

গীবত নাহি করি
ঈর্ষায় কারো।
তৃপ্তি শুধু খুঁজি
দুখে আরো। 

 

দোয়ার তরে ভাবি
তারি লাগি।
পরে হিতের তরে
যিনি জাগি। 

 

ক্ষুদ্র আত্মা যারি
দূরে রাখি।
ঈর্ষা যারা ছাড়ি
করি সখি। 

 

ঈর্ষায় তারে বাঁধি
সত্যে যিনি।
ঈর্ষা ঈর্ষা খেলি
পাইলে গুণী। 

বাংলাদেশ জার্নাল/আরকে