শিমুল ফিরে আসেনি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ২১:৩০ | অনলাইন সংস্করণ
রাজীব কুমার দাশ

পাশে থাকার লাঠি লজেন্স
দেখিয়ে শিমুল আমার
জীবনে এসেছিলো;
জিজ্ঞেস করেছিলাম
শিমুল কেন আসতে চাও?
বাঁধনহারা জীবনে
চোরাগোপ্তা একগাল গেরিলা হাসিতে শিমুল বলেছিলো -
‘ভালোবাসার একটি স্হায়ী ঠিকানা
দিয়ে নতুন জীবন গড়ে দেবো তোমায়।’
চতুস্পদ সরীসৃপ সহজ-সরল মনে
আমিও শিমুলকে বিশ্বাস
করেছিলাম।
হৃদয়ের পাখিটাও শিমুলকে বিশ্বাস
করেছিলো
শিমুলের ঘ্রাণে পাখিটা উড়তে
উড়তে একদিন শিমুলের কাছে ভালোবাসার খাঁচা
চাইলো।
পাখিটা খাঁচায় ভরে সেই যে শিমুল গেলো
আর ফিরে আসে নি
আমি কী শিমুলকে ভালোবেসে
বিশ্বাস করে
ভুল করেছিলাম?
বাংলাদেশ জার্নাল/আরকে