ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

মো. মনিরুজ্জামান মনিরের কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ১১:৫১  
আপডেট :
 ২০ ডিসেম্বর ২০২২, ০২:১২

মো. মনিরুজ্জামান মনিরের কবিতা

"বিজয়ফুল " (বিজয় দিবসের কবিতা)

আয়রে খোকা আয়রে খুকি

বিজয় ফুলের ছবি আঁকি।

ছয়টি পাপড়ির বিজয় ফুলে

ছয়টি দফা ছয়টি শূলে।

আয়রে খোকা আয়রে খুকি

বিজয় ফুলে মারি উঁকি।

দেশপ্রেমেরই ছোঁয়ায় বলি।

এসো দেখি হলদে কলি।

ছয়টি পাপড়ির ছয়টি কথা

সোনার বাংলার ছয় কবিতা।

দুখী মায়ের বুকের ব্যথা

পাতায় পাতায় আছে গাঁথা।

বিজয় ফুলের হলদে বুনি

শেখ মুজিবের সে--ই তর্জনী।

ছয়টি দফার নয়ন মণি

সে-ই তর্জনী ব্যাঘ্র বহ্নি।

হাজার ফুলের মধুর ঘ্রাণে

বিজয় ফুলটা ফুটে প্রাণে।

বিজয় ফুলের ছায়ার তলে

দুখী মায়ের বুকটা জ্বলে।

ক্ষোভে ফাটে যৌবন ফাগুন

যখন শুনি দেশের দুশমন।

ক্যাম্পে নিয়ে কতো নারী

ভোগ না করে নাহি ছাড়ি।

মনের ভেতর কতো আগুন

ক্ষণে ক্ষণে বাড়ে দ্বিগুণ।

যখন শুনি দেশের শুকুন

বাঙালিদের করছে যে খুন।

খান সেনাদের চোখ রাঙানি

বঙ্গবন্ধু মেনে নেয়নি।

সাত মার্চেরই একটি ভাষণ

স্বাধীনতার জাগায় স্বপন।

অস্ত্রহাতে বীর বাঙালি

যুদ্ধের মাঠে চালায় গুলি।

নয় মাসের যুদ্ধের পরে

বিজয় বেশে ফিরে ঘরে।

বীর বাঙ্গালির রক্তের বানে,

বিজয় ফুলটা ফুটলো বনে।

বিজয় ফুলের বলিদানে

বাঙালি আজ স্বাধীন প্রাণে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত