যদি মনে প্রেম জাগে
গাজী কাইয়ুম
প্রকাশ : ২৭ মে ২০২৩, ২০:৪৯ আপডেট : ২৭ মে ২০২৩, ২১:৩৩
গাজী কাইয়ুম
যদি মনে প্রেম জাগে
|আরও খবর
খবর নিও প্রিয়
মাঘের শীতের শেষ চিঠি দিও,যদি মনে প্রেম জাগে
খবর নিও প্রিয়
মেঘের উপর গড়বো বাড়ি চাঁদের আলো মেখে,
জোছনা ভরা অঙ্গরূপে দেখবো নয়ন ভরে।যদি মনে প্রেম জাগে
খবর নিও প্রিয়
ক্লান্ত পথিকের বেশে, আবার না হয় দুঃখের কথাই বলবো
নিয়ন বাতির পথে, হাটবো দুজনে একসাথে।যদি মনে প্রেম জাগে
খবর নিও প্রিয়
ইচ্ছে আমার করবো তোতেই শেষ
গড়বো আবার সেই তো হবে বেশ
সোহাগ ভরে সারাদিন নাড়বো তোর কেশ।যদি মনে প্রেম জাগে
খবর নিও প্রিয়
আড় চোখে দেখবো মুচকি হাসি।
আবারো বোকা হবো, অপলক দৃষ্টিতে চেয়ে রবো।বাংলাদেশ জার্নাল/জিকে