ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ভিপি নির্বাচিত হলেও ২৮ বছরে ভোট দিতে পারিনি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ভিপি নির্বাচিত হলেও ২৮ বছরে ভোট দিতে পারিনি

ভিপি নির্বাচিত হলেও ২৮ বছর বয়সে একবারও ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক অভিযোগ করে বলেন, আমার বয়স ২৮ বছর হয়েছে, ইতোমধ্যে দুইটি জাতীয় নির্বাচনে ভোট দেয়ার কথা ছিল। কিন্তু একটিতেও দিতে পারিনি। তাছাড়া ডাকসু নির্বাচনে ব্যালট বক্স আগেই ভর্তি করা ছিল।

উপজেলা চেয়ারম্যানরা বিনা ভোটে নির্বাচিত, অশিক্ষিত ও থার্ড ক্লাস। এদেরকে কেনো শিক্ষিত ইউএনওরা মানবে বলে প্রশ্ন রাখেন নুর।

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, স্কুল-কলেজ খুলে দিলেও বিশ্ববিদ্যালয় নিয়ে ভণ্ডামি শুরু করেছে। বিশ্ববিদ্যালয়গুলো এখনো বন্ধ করে রেখেছে।

তিনি আরও বলেন, দেশে কেউই নিরপরাধ না। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সবাইকে নিজের অধিকারের দাবি নিয়ে এগিয়ে আসা উচিত।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত