ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

একদফা আন্দোলনের পথে হাটতে হবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯

একদফা আন্দোলনের পথে হাটতে হবে
গয়েশ্বর চন্দ্র রায়

সরকারকে হটাতে একদফা আন্দোলনের পথে হাটতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সার্বভৌমত্ব রক্ষা পরিষদের উদ্যোগে ‘সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আগে থাকবো, আপনারা আমার পিছনে থাকবেন- সেই জায়গাটায় আসতে হবে। আমরা দীর্ঘকাল যদি ভালো থাকতে চাই, দেশের জনগণকে মুক্ত করতে চাই স্বল্প সময়ের জন্য একটা মরণ কামড় দিতে হবে। ডু অর ডাই- এক দফা। এর মাঝ খানে কোনো কথা-বার্তার প্রয়োজন নাই। ডু অর ডাই-পরিস্কার কথা।

দেশপ্রেম জাগ্রত করে গণআন্দোলন সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হীরক রাজার দেশে- রশি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই পথেই আমাদের হাটতে হবে। একদফার পথেই হাটতে হবে, মাঝ খানে অনেক কথা বলার দরকার নাই। এক দফা এক দাবি- হাসিনা তুই কবে যাবি।

আয়োজক সংগঠনের সভাপতি ওসমানী গণির সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমএ

  • সর্বশেষ
  • পঠিত