ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শেখ হাসিনা এক জীবন্ত কিংবদন্তি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩

শেখ হাসিনা এক জীবন্ত কিংবদন্তি
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জীবন্ত কিংবদন্তি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে তথ্য অধিদফতর আয়োজিত আলোকচিত্র অ্যালবাম এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। দারিদ্র্য কমেছে। তার কারণেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ। তিনি সম্মানিত হলে দেশ ও জনগণ সম্মানিত হয়।

প্রধানমন্ত্রীর জীবন ছোটবেলা থেকে সংগ্রামী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তার ছোটবেলায় বঙ্গবন্ধু বেশিরভাগ ছিলেন কারাগারে। যে কারণে সবসময় বাবাকে কাছে পাননি। তার বিয়ের সময় বঙ্গবন্ধু ছিলেন কারাগারে। সন্তান হওয়ার সময় ফাঁসির মঞ্চে। রাজনীতির কারণে বাবাকে তিনি এবং তার অন্য ভাইবোনরাও সেভাবে কাছে পাননি।

তিনি বলেন, শেখ হাসিনাকে গনতন্ত্রের মানসকন্যা। দেশে এখন কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না, ছেঁড় কাপড় পড়া মানুষ দেখা যায় না, মানুষ খালি পায়ে থাকে না। কারণ ৪০ শতাংশ থেকে দারিদ্র্য ২০ শতাংশে নামিয়ে এনেছে তার নেতৃত্বের সরকার।

তিনি আরও যোগ করেন, দেশ বদলে গেছে, আকাশ থেকে ঢাকা-চট্টগ্রাম চেনা যায় না। এটা কোনো জাদুর কারনে নয় এটা শেখ হাসিনার জাদুর নেতৃত্বের কারণে বদলেছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত