লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২২, ১৮:২৮
বাংলাদেশ লেবার পার্টির একাংশের নেতাদের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। শুক্রবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
|আরো খবর
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
লেবার পার্টির পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
লেবার পার্টির অন্যরা হলেন, ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মাহবুবুর রহমান খালেদ, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজ, আলাউদ্দিন আলী, জহিরুল হক জহির, হিন্দু রত্ন, ঢাকা মহানগর নেতা মাওলানা আনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মিরাজুল।
ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপির সংলাপ শুরু হয়।
বাংলাদেশ জার্নাল/এআর/আরকে