ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

গ্যাসের মূল্যবৃদ্ধিতে প্রগতিশীল ন্যাপের নিন্দা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৯:০৫

গ্যাসের  মূল্যবৃদ্ধিতে প্রগতিশীল ন্যাপের নিন্দা

গ্যাসের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী।

রোববার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক খাতের জ্বালানি ও শিল্প কারখানায় সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের দাম ২২ শতাংশের বেশি বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার ফলে ১ জুন থেকে নতুন মূল্য কার্যকর হবে। সে ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম ঘনমিটারে ৯ টাকা ৭০ পয়সা থেকে ২২.৭৮ শতাংশ বাড়িয়ে ১১.৯১ টাকা পুনঃ নির্ধারণ করা হয়ে। নতুন মূল্যহার অনুযায়ী এক চুলার গ্যাসের জন্য মাসে ৯৯০ টাকা আর দুই চুলার জন্য দিতে হবে ১ হাজার ৮০ টাকা দিতে হবে।

এতে বলা হয়, এই ধরনের সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করি। এটি সরকারের দেউলিয়াপনার প্রতিচ্ছবি। ঘুষ দুর্নীতি অনিয়ম রোধে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ, যার দায়ভার সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরতে

  • সর্বশেষ
  • পঠিত