ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

প্রবাসীদের জন্য এই সরকার কোনো উদ্যোগ নেয় না: নুর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০১:০৯

প্রবাসীদের জন্য এই সরকার কোনো উদ্যোগ নেয় না: নুর
ছবি: সংগৃহীত

ঈদের আগে সব শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শুক্রবার (১ জুলাই) পল্টন মোড়ে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এ দাবি জানান তিনি।

নুর বলেন, বিশাল বিশাল উন্নয়ন প্রকল্প। বিশাল বিশাল প্রাসাদের মতো ভবন। এসব তৈরি করতে গিয়ে কত শ্রমিক মারা যাচ্ছে, তাদের কোনো দিন কোনো খবর কেউ রাখেনি। প্রবাসী শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। অথচ প্রবাসীদের জন্য এই সরকার কোনো উদ্যোগ নেয় না। বরং দেশে আসলে নানা ভোগান্তি ও অবহেলায় পড়তে হয় তাদের।

মানববন্ধনে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান, মশিউরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত