সকালে রাজধানীতে ছাত্রদলের সমাবেশ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ২৩:৪২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশে করবে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকাল ১০ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত রোববার বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় সমাবেশে পুলিশের গুলিতে আহত হয় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। পরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে এ ঘটনায় নিহত হয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। আহত হয় অর্ধশত।

আহত ১৯ জন নেতাকর্মী ঢাকা এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এসব নেতাকর্মী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ঘটনায় ৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্সসূচি হচ্ছে- ৬ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকায়, ৭ আগস্ট জাতীয়তাবাদী কৃষকদল ঢাকাসহ সারাদেশে, ৮ আগস্ট যুবদল ঢাকায়, ১০ আগস্ট শ্রমিক দল ঢাকায়,  ১১ আগস্ট নারী দল ঢাকায় ও আগামী ১২ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশজুড়ে সমাবেশ হবে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে