ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নয়াপল্টনে চলছে ছাত্রদলের সামাবেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২০

নয়াপল্টনে চলছে ছাত্রদলের সামাবেশ
নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ। ছবি: প্রতিনিধি

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের সমাবেশ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সমাবেশ কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেরও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপসস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সঞ্চলনায় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সমাবেশের কারণে নয়াপল্টনে অবস্থিত দলীয় কার্যালের সমানের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। স্যার এ এফ রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিলো নবগঠিত ঢাবি শাখা ছাত্রদলের।

বাংলাদেশ জার্নাল/এএইচ/রাজু

  • সর্বশেষ
  • পঠিত