ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তোয়াব খানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ১৮:০৮

তোয়াব খানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তোয়াব খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর স্বাক্ষরিত শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বরেণ্য সাংবাদিক তোয়াব খান ছিলেন সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে সাংবাদিক জগতের একটি নক্ষত্র খসে পড়লো। পাকিস্তান এবং বাংলাদেশের সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রায় সাত দশক তার বর্ণাঢ্য কর্মময় জীবন বর্তমান ও আগামী দিনের সাংবাদিকদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে। তিনি ছিলেন সৎ, ন্যায়পরায়ন, বস্তনিষ্ঠ সাংবাদিকের প্রথিকৃৎ ও সাহসী সাংবাদিক এবং সফল সম্পাদক।

শোক বার্তায় তিনি আরও বলেন, তোয়াব খান সর্বশেষ দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। তার আগে তিনি দৈনিক জনকণ্ঠের শুরু থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জাফরুল্লাহ চৌধুরী।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমএম

  • সর্বশেষ
  • পঠিত