রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবিলা, নিয়ম ভাঙলে খবর আছে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ১৭:৫২ আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৯:৪৯

রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবিলা, নিয়ম ভাঙলে খবর আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
|আরো খবর
রোববার বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। আগুন নিয়ে, লাঠি নিয়ে খেলতে দেবো না। রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। খেলার নিয়ম ভাঙলে খবর আছে।
তিনি বলেন, লন্ডনে পলাতক তারেক রহমানের নেতৃত্বে নাকি দ্বিতীয় স্বাধীনতা আনবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীন হবে? বিএনপি স্বাধীনতার শত্রু। স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এদের বিরুদ্ধে খেলা হবে।
তিনি আরও বলেন, বিএনপি যতই অপপ্রচার করুক বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে না। ফখরুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিথ্যাবাদী মানুষ। আবার ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে।
কাদের বলেন, ১০ ডিসেম্বর নিয়ে এখন আগের বক্তব্য অস্বীকার করলেও বিএনপির অন্তরে ভিন্ন কৌশল। আওয়ামী লীগ রাজপথে থাকবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেয়া হবে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়কের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। করপুরের মতো উড়ে যাবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল হবে না।
শান্তি সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিলেটে ৬ জেলার সমাবেশকেও হার মানিয়েছে উত্তরায় ৬ থানার সমাবেশ।
বাংলাদেশ জার্নাল/এমএম