আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন তাজউদ্দীনের মেয়ে রিমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৮:০২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমির নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
|আরো খবর
শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে রিমির নাম ঘোষণা করেন তিনি।
সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সম্পাদক পদে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন।
বাংলাদেশ জার্নাল/এমএস