ঢাকা কলেজের কমিটির দাবিতে ছাত্রলীগ সভাপতি অবরুদ্ধ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:১৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ছবি- প্রতিনিধি

ঢাকা কলেজ ছাত্রলীগে কমিটি ঘোষণার দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছে সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার রাত সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। এ সময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবিলম্বে কমিটির দাবি জানান।

ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফিরোজ হোসেন জানান, আমরা সবাই মিলে কমিটির জন্য জয় ভাইকে অনুরোধ জানিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি। এখনও যদি কমিটি না হয় তাহলে কেমনে হবে। তবে তিনি অবরুদ্ধ করার বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, আমরা দাবি করেছি ৫ তারিখের মধ্যে কমিটি দিতে। ৬ ডিসেম্বর তো সম্মেলন হবে। সময় তো শেষ। এর মধ্যে কমিটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এসময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

বাংলাদেশ জার্নাল/এমএ