মকবুলের মরদেহ দেখতে হাসপাতালে ফখরুল

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত মকবুল হোসেনের মরদেহ দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিহত মকবুল হোসেন পল্লবী ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছিলেন। 

মির্জা ফখরুল নিহত মকবুল হোসেনের স্ত্রী হালিমা ও মেয়ে মিতুলাকে সান্ত্বনা দিয়ে আর্থিক সহযোগিতা করেন। এসময় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/রাজু