পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল : তথ্যমন্ত্রী

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলা তৈরির জন্য বিএনপি গতকাল (বুধবার) থেকেই জমায়েত শুরুর চেষ্টা করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। এজন্যই পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশৃঙ্খলা তৈরির জন্য তারা গতকাল থেকেই জমায়েত শুরুর চেষ্টা করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ জন্যই পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়। বিএনপি সমাবেশ নয় বিশৃঙ্খল করতে চায়। সমাবেশ ডেকেছে ১০ ডিসেম্বর কাল ছিল ৭ ডিসেম্বর। তারা কাল থেকেই রাস্তায় জমায়েত শুরু করে। রাস্তা ছেড়ে দিতে বারবার তাগাদা দেয়ার পরও তারা তা উপেক্ষা করেন। রাস্তার একটি নেন ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হয়।’

তিনি বলেন, ‘ডিসি হায়াত তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকে আঘাত করা হয়। তার বডিগার্ডকে দা দিয়ে কোপ দেয়া হয়। এখান থেকেই শুরু। পুলিশের ৩৫ সদস্য কাল আহত হয়েছে। বিশৃঙ্খলা তৈরির জন্য সরকার কোনো সমাবেশের অনুমতি দেবে না।’

বাংলাদেশ জার্নাল/এমএস