ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানে ১০ দলের নিন্দা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ২১:১১

বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানে ১০ দলের নিন্দা
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ২০ দলীয় জোটের শরিক ১০ দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।

২০ দলীয় জোটের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগ মহাসচিব বুলবুল চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীদের উপস্থিতি একটি অতি সাধারণ ও স্বাভাবিক বিষয় ছিল। সেখানে পুলিশি অভিযান দেশবাসীকে হতবাক করেছে।

এ ঘটনায় একজন নিহত, অসংখ্য আহত এবং চার শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়ে দাবি করে ১০ দলের শীর্ষ নেতারা বলেন, এটি সভ্য ও গণতান্ত্রিক দেশের নিয়ম-বিধির সম্পূর্ণ পরিপন্থি।

বিবৃতিতে ১০ দলের নেতারা অবিলম্বে বিএনপির আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান। পাশাপশি ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত