সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ২২:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য রাজধানীর কমলাপুরের ফুটবল স্টেডিয়াম চেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাত করে একথা জানান বিএনপি নেতারা।

সন্ধ্যা ৭টার দিকে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে যায়।

অন্যদিকে বিএনপি নেতাদেরকে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দিয়েছেন পুলিশ কমিশনার।

রাত ৯টার দিকে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ রাতে দুটি মাঠ পরিদর্শনে যাবে বিএনপি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে সিদ্ধান্ত নেবে বিএনপি।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে