তিস্তা চুক্তির কোনো অগ্রগতির খবর দিতে পারেনি সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৪ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৯

আওয়ামী লীগের সরকারের সঙ্গে ভারতে সুসম্পর্ক থাকলেও উত্তরের জন্য তিস্তা চুক্তির কোনো অগ্রগতির খবর দিতে পারেনি তারা বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
|আরো খবর
শনিবার রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে গণঅধিকার পরিষদের সদস্য ফরম উন্মোচন এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলন, বিভিন্ন সময়ে ভারতের উচ্চ পর্যায়ের ব্যাক্তিদর সঙ্গে আমাদের কথা হলে তারা বলে, তোমাদের দেশের সরকার কেন বর্ডারে হত্যা ও তিস্তা চুক্তি নিয়ে জোরালো কুটনৈতিক তৎপরতা চালায় না। এটা তদের ব্যর্থতা। এটা বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার পরিচয়।
ভারতের বিভিন্ন ব্যাক্তিরা আমাদের বলেন, বাংলাদেশের যদি নতুন কোন দল ভারতের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় আমরা তাদের সহযোগিতা করবো।
তিনি আরও বলেন, সরকারকে ২০১৪ এবং ১৮ সালের নির্বাচনের মত আর কোন নির্বাচন বাংলাদেশ করতে দেয়া হবে না।
এসময় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব, সহকারী সদস্য সচিব ও রংপুর বিভাগীয় সমন্বয়ক মাসুদ মোন্নাফ, ইব্রারাহিম খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমএস