তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বিএনপির পদযাত্রা স্থগিত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৫ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি।
বুধবার গভীর রাতে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরআই