ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অবহেলা ও ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ড: মোশাররফ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৫:৫৭

অবহেলা ও ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ড: মোশাররফ
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিনিধি

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সিদ্দিক বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার শুধু গতকালকেই নয়, আরও অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এসব নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই কারণ জনগণ তারা প্রতিনিধি নয়। এ সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের ব্যর্থতার কারণে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়। তাদের উস্কানিতে তাদের গুন্ডা-পান্ডা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদেরকে সমাবেশ করতে দেয় না, আমাদেরকে মিটিং করতে দেয় না; কারণ তাদের ভয় আমরা নাকি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে। জনগণ প্রস্তুত, আজ হোক বা কাল হোক এদেশে বিস্ফোরণ হবে না, গণঅভ্যুত্থান হবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাশাসক এরশাদকে বিতাড়িত করেছি। এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাশাসক সরে যেতে বাধ্য হয়েছে। শ্রীলংকা যদি পারে বাংলাদেশে অতি শীঘ্রই সেদিন আসবে।

সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত