স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির ৩ দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ১৭:৪৩ আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭:৫৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৩ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
|আরো খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার সকাল ১১টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা।
২৬ মার্চ সকাল ৭টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে সাভার স্মৃতিসৌধ যাত্রা, স্মৃতিসৌধ থেকে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ।
২৭ মার্চ সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা গণসমাবেশ।
আরও পড়ুন: ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি
বাংলাদেশ জার্নাল/এএইচ