অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠেছে সরকার: ছাত্রদল

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠেছে। এরজন্য তারা বিচার বহির্ভূত হত্যা, গুম, সাংবাদিক নিধন করছে। সরকারের অবৈধ এসকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে।

বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের নেতৃদ্বয় এসব কথা বলেন। 

র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু এবং রাতের অন্ধকারে সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, এ সরকারের হাতে নারী-শিশু, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউ নিরাপদ নয়। আন্তর্জাতিক চাপে বিগত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও পতন সন্নিকটে দেখে সরকার সাম্প্রতিক সময়ে তা আবারও বাড়িয়েছে। কয়েকদিনের ব্যবধানে সারাদেশে ৫ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার আবারও গুম, খুন, হত্যা, নির্যাতন, গ্রেপ্তার শুরু করেছে।

নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে শিক্ষাঙ্গনসহ সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সত্য কথা বললে জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। সত্য লিখলে রাতের আঁধারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়। এ অনিশ্চিত দেশকে রক্ষা করতে হলে দেশের ছাত্রসমাজকে জেগে ওঠতে হবে, রূখে দাঁড়াতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে