সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১০:০৬ আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৬:০২

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
|আরো খবর
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। রাজধানীর ইনজিনিয়ার্স ইনস্টিটিউটিউটের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমমনা ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, লেবার পার্টি ও গণঅধিকার পরিষদ প্রেস ক্লাবের সামনে, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পুরানা পল্টন মোড়ে, গণফোরাম মতিঝিলে এবং এলডিপি কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি করবে।
অবস্থান কর্মসূচিতে মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ ।
বাংলাদেশ জার্নাল/ওএফ