ঢাকা মহানগরে ৪ পদযাত্রা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৯:২৮
সরকারের পতনের দাবিতে বিএনপির ঘোষিত কর্মসূচির বাইরেও ঢাকা মহানগরে পৃথক কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আলাদাভাবে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।
|আরও খবর
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আগামী ১৭ মে বুধবার ও ২৩ মে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথকভাবে রাজধানীতে পদযাত্রা করবে।
এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ১৭ মে বেলা ২টায় বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত পদযাত্রা, একইদিন মহানগর উত্তরের উদ্যোগে বাড্ডা সুবাস্তু ভ্যালী টাওয়ারের সামনে থেকে রামপুরা আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
২৩ মে মঙ্গলবার বেলা ২টায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ধানমন্ডি থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একইদিন মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী বাগবাড়ি থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর হয়ে পঙ্গু হাসপাতালের সামনে থেকে ৩০০ ফুট রাস্তা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে