ঢাকা মহানগর দক্ষিণে চলছে বিএনপির জনসমাবেশ

প্রকাশ : ২০ মে ২০২৩, ১৬:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির জনসমাশ। সংগৃহীত ছবি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশ চলছে। শনিবার ৩টার দিকে মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনের সড়কে এ জনসমাবেশ শুরু হয়।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

দুপুরে পর সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে থেকে পীরজঙ্গী মাজারের সামনে জোড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে জনসমাবেশ কেন্দ্র।

ঢাকা মহানগর দক্ষিণের জনসমাবেশ আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইতোমধ্যে মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা আসন গ্রহণ করেছেন।

সমাবেশে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, চার দিনের কর্মসূচির দ্বিতীয় দিনের ১০ বিভাগের ও ১৮ জেলায় আজ এ জনসমাবেশ করছে বিএনপি।

আরো পড়ুন: ১৮ সাংগঠনিক জেলায় বিএনপির জনসমাবেশ শনিবার

বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে