মার্কিন যুক্তরাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৫:১৯ আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮:৪৯
মার্কিন যুক্তরাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
|আরও খবর
মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।
অন্যান্য সময় বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিকদের সাথে বৈঠকের সময় বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল।
এরআগে গত রবিবার দুপুরে পিটার হাসের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা।
আরও পড়ুন: গণতন্ত্র ফিরিয়ে আনতেই নিষেধাজ্ঞা ও ভিসানীতি দিয়েছে আমেরিকা
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি