সংলাপের ব্যাপারে যা বললো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৬:২৭

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার রাজধানীতে ১৪ দলের এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জাতিসংঘের প্রতিনিধিদের তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক নির্বাচন করতে বিএনপিকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। তার কথায় সুর মিলিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, সংলাপের মাধ্যমে সবকিছুর সমাধান হতে পারে। সংলাপের বিকল্প নেই।
|আরও খবর
অন্যদিকে এই দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কোনো সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের মধ্যস্ততা করতে হবে।
বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজি হননি।
তার ভাষ্য, আওয়ামী লীগের আসল অবস্থা বুঝতেই পাচ্ছেন। এটাই হলো তাদের ক্যারেক্টার।
সংবাদ সম্মেলন শেষে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোথায় কোন সমাবেশে কে কী বলছে সেটার জবাব দেয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি।
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতেই সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
আরো পড়ুন: সংলাপের ব্যাপারে যা বললো বিএনপি
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে