এবার জঞ্জাল মুক্ত করার আন্দোলন: দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৫:২২
জনগণকে দেয়া প্রতিশ্রুতি রাখতে আওয়ামী লীগ সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এবারের আন্দোলন হবে চোর তাড়ানোর আন্দোলন৷ এবারের আন্দোলন হবে জঞ্জাল মুক্ত করার আন্দোলন৷ এবারের আন্দোলন হবে গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন৷
|আরও খবর
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷
দুদু বলেন, পার্লামেন্ট ভেঙ্গে ২০২৩ সালেই এই সরকারকে পদত্যাগ করতে হবে৷ এই সরকারের সাথে কোন সংলাপ নেই৷ কারণ শেখ হাসিনাকে জনগণ আর বিশ্বাস করে না৷ তারা ১৪ ও ১৮ সালে বিশ্বাস ভঙ্গ করেছে৷ বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয় বরং প্রতিদ্বন্দী৷ আমরা সঠিক নির্বাচন ও সংগ্রামের মধ্যেই ক্ষমতায় আসবো৷
জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো: জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক এজিএম সামছুল হক, দক্ষিণের যুগ্ন আহবায়ক ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে