এলডিপির চার দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৭
একদফা যুগপৎ আন্দোলনে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। আগামী ২২, ২৫, ২৭ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।
বুধবার সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম বৈঠক শেষে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ চার দিনের কর্মসূচি ঘোষণা করেন।
এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা বাতিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে এলডিপি।
আরও পড়ুন...বিএনপির পর এবার নতুন কর্মসূচি দিলো আওয়ামী লীগ
বাংলাদেশ জার্নাল/এএইচ/সামি