ঢাকা, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৪

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ১৯৮২ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আকস্মিক মৃত্যুর পর বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। ঠিক তখন দলের হাল ধরে ছিলেন তার সহধর্মণী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এমনি ৯১ সালে প্রথম নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন।

ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার সবাই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমে আসেন। দেশের মানুষ এখন রাস্তায় নেমে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী নুর মোহাম্মদ খান, বিএনপির নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য হামিদুর রহমান হামিদ, জবি ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মূর্তাজুল করিম বাদরু প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল জন্যে দোয়া করা হয়।

আরও পড়ুন: সংকটকালে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত