বিএনপির কৃষক সমাবেশ সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ২২:২১
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে সোমবার কৃষক সমাবেশ করবে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আয়োজন করছে জাতীয়তাবাদী কৃষক দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সভাপতিত্ব করবেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সঞ্চালনায় থাকবেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
আরও পড়ুন: আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি