ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ঘ্রাণ ভ্যানিলার মৃদু সুবাস: গবেষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ১২:২১  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২২, ১২:২৮

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ঘ্রাণ ভ্যানিলার মৃদু সুবাস: গবেষণা
ছবি: প্রতীকি

সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করে প্রায় সকলে। নানা রকমের সুগন্ধি পাওয়া যায় বাজারে। তবে সবার সবরকম সুগন্ধি পছন্দ না।আবার একজনের পছন্দের সঙ্গে অন্যজনের মিলেও যায় অনেক সময়। গবেষণা বলছে, পৃথিবীর বেশিরভাগ মানুষের যে সুগন্ধি পছন্দ তা হলো- ভ্যানিলার মৃদু সুবাস।

সুইডেনের একটি বিজ্ঞান প্রতিষ্ঠানের স্নায়ুতত্ত্ব বিভাগের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণা আরও বলছে, পৃথিবীর সবচেয়ে অপছন্দের গন্ধগুলির মধ্যে রয়েছে ঘামে ভেজা পা ও চিজের গন্ধ।

গবেষকদের দাবি, সংস্কৃতি ভেদে গন্ধ সম্পর্কে মানুষের চেতনা ভিন্ন ভিন্ন হলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দ-অপছন্দই ঠিক করে দেয় কোন গন্ধ ভাল লাগবে।

তাদের গবেষণা বলছে, কার কোন গন্ধ ভালো লাগবে, তার মাত্র ৬ শতাংশ নির্ভর করে সংস্কৃতির উপর। অপর দিকে ৫৪ শতাংশ ক্ষেত্রে প্রাধান্য পায় মানুষের ব্যক্তিগত ভালো লাগা।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত