ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

গণভবনে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২১, ১৬:৫৬  
আপডেট :
 ০৫ জুন ২০২১, ১৮:১৮

গণভবনে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগালেন প্রধানমন্ত্রী
ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগিয়েছেন। এ সময় দেশবাসীকে অন্তত তিনটি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার সকালে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১’ এর উদ্বোধন করতে গিয়ে তিনি এ গাছ লাগান।

এ সময় দেশবাসীকে অন্তত তিনটি গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপন করলাম। সেই সঙ্গে আমি সব দেশবাসীকে আহ্বান জানাব যে যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান।

প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপন করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি। গাছ লাগানোর পাশপাশি গাছের যত্ন নেওয়ারও পরামর্শ দেন সরকারপ্রধান।

আরও পড়ুন- পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত